ছবি : ঢাকা ইনসাইটস
নরসিংদীতে নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদীর হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ শুক্রবার দুপুরে শহরের পৌরসভার সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নরসিংদী রেলওয়ে স্টেশন গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলটি নেতৃত্বে দেন নরসিংদী জেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাও: শওকত হুসাইন সরকার ও সাধারণ সম্পাদক আল্লামা ইসমাইল নুরপুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা হেফাজতে ইসলামের উপদেষ্টা আল্লামা বশির উদ্দিন হাফি ও রফিকুর রহমান হাফি, সিনিয়র সহসভাপতি মাও: মুফতী রশিদ আহমাদ হাফি, সহ-সভাপতি মুফতী আলী আহমদ হুসাইনী, মাও: মুজিবুর রহমান প্রমুখ।
মতামত