ছবি : সংগৃহীত
সভায় ভারতের বিরুদ্ধে চাণক্যনীতি অনুসরনের অভিযোগ তোলেন চৌধুরি আনোয়ারুল। ভারতের অবস্থানকে তিনি কূটনীতির অবরণে ছুরি মারার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ভারত যেসব গল্প বলছে, তা ইতোমধ্যেই ধরা পড়ে গেছে।
আজাদ কাশ্মিরের ভেতর অস্থিতিশলতা তৈরি করতে পারে ভারত- এমন সতর্ক বার্তাও দেন আনোয়ারুল হক। তিনি বলেন, ভারত যদি এমন কোনো দুঃসাহস দেখায় তবে উপযুক্ত জবাব দেয়া হবে। আজাদ কাশ্মিরের এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ভারত এক বছর ধরে ধারাবাহিকভাবে “পানির আগ্রাসন” চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, পূঁছ ও নীলম নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার মতো কাজ শুরু করেছে ভারত। এগুলো পাকিস্তানের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।
মোদি সরকারের সন্ত্রাসের চেহারা বিশ্ব চিনে ফেলেছে বলেও মন্তব্য করেছেন আনোয়ারুল হক। তিনি বলেন, কানাডা থেকে শুরু করে কাশ্মির পর্যন্ত, মোদির ভারত রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসকে বেছে নিয়েছে। বিশ্ব আজ তা বুঝে ফেলেছে।
মতামত