সারাদেশ

মিরপুরে ঝুট গুদামে আগুন

প্রিন্ট
মিরপুরে ঝুট গুদামে আগুন

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৫, সকাল ১০:১৪

রাজধানীর মিরপুর ১১ নম্বরের একটি ঝুট গুদামে আগুন লেগেছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে অ্যাভিনিউ ৫-এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রণে যোগ দিয়েছিল ফায়ার সার্ভিসের ৩ ইউনিট। পরে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মো. শাহজাহান হোসেন গণমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ৩টি ইউনিট। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।