সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা, গ্রেপ্তারে অনুমতির সিদ্ধান্ত স্থগিত

প্রিন্ট
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা, গ্রেপ্তারে অনুমতির সিদ্ধান্ত স্থগিত

প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৫, সন্ধ্যা ৮:০৯

বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় করা মামলায় আসামি গ্রেপ্তারের পূর্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সংক্রান্ত সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

সেই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের ওই নির্দেশনা কেন ‘বেআইনি’ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন।

বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আসামি গ্রেপ্তার প্রসঙ্গে গত ৯ এপ্রিল ঢাকা মহানগর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। সেখানে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামির সংখ্যা অধিক। এসব মামলার এজাহারভুক্ত কিংবা তদন্তে প্রাপ্ত আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণসহ অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া মামলার এজাহারভুক্ত কিংবা তদন্তে প্রাপ্ত কোনো আসামি গ্রেপ্তার না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গত রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট দপ্তরে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন। ওই রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৭ জনকে বিবাদী করা হয়।