ছবি : ফাইল ছবি
মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় আর্থনা সম্মেলনের মূল বক্তব্যে তিনি বলেন, বিশ্বকে মানবিক সংকট উপেক্ষা করা চলবে না, যা ফিলিস্তিন থেকে শুরু করে বাংলাদেশে রোহিঙ্গা জনগোষ্ঠী পর্যন্ত ছড়িয়ে আছে।
প্রধান উপদেষ্টা বলেন, দায়মুক্তি এবং মানবাধিকারের প্রতি স্পষ্ট অবহেলা বিশ্বের যেকোনো স্থানে উন্নয়নের জন্য হুমকি।
তিনি বলেন, ফিলিস্তিনে চলমান দুর্ভোগ শুধু একটি অঞ্চলের বিষয় নয়, এটি সমগ্র মানবজাতির উদ্বেগ। ফিলিস্তিনিরা যেন অবহেলিত না হয়।
২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস বলেন, মিয়ানমারের দীর্ঘস্থায়ী সংকট এখন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ বহু বছর ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে, যার ফলে সমাজ, অর্থনীতি এবং পরিবেশের ওপর বিরাট প্রভাব পড়েছে।
সংহতির নিদর্শন হিসেবে জাতিসংঘ মহাসচিব সম্প্রতি ঐ ক্যাম্পগুলো পরিদর্শন করেছেন উল্লেখ কওে তিনি বলেন, বৈশ্বিক প্রচেষ্টা চলতে থাকলেও, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে বিশ্ব নেতাদের একত্রিত হওয়া প্রয়োজন।
মতামত