ছবি : সংগৃহীত
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড় টার পর এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২ টার পর থেকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের এবং হামলার ঘটনা ঘটে। এরপর একাধিক বার পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। এরপর বারবার থেমে থেমে সংঘর্ষ হতে থাকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে। এতে দুই কলেজের একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বল খবর পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
অন্যদিকে দুপুর দেড়টার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের নাম ফলক তুলে নিয়ে যায়। নিউ মার্কেট এলাকার পরিস্থিতি এখনো থমথম এবং উত্তেজিত। যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। দুই কলেজের এই সংঘর্ষের কারণে বরাবরের মতো সাধারণ মানুষজন রাস্তাটি ব্যবহার করতে ভয় পাচ্ছে।
মতামত