গাজীপুরের টঙ্গীতে মালিহা (০৬) ও আব্দুল্লাহ (০৩) দুই সহোদর ভাই বোনকে কুপিয়ে এবং জবাই করে হত্যার ঘটনায় তাদের মা আলেয়া বেগম (৩০) কে সন্দেহ বাজন আসামী করে হত্যা মামলা দায়ের করেছে দুই শিশুর পিতা আব্দুল বাতেন মিয়া। এঘটনায় আসামি আলেয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে দুই শিশুকে হত্যার ঘটনায় তাদের বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঘটনার পরপরই পুলিশ খুনের রহস্য উদঘাটনে কাজ শুরু করে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার সময় ওই ফ্ল্যাটে অন্য কেউ প্রবেশ করেনি। ঘটনার পরপর শিশুদের মায়ের অসংলগ্ন কথা এবং হাতে কাটা দাগের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয়। পরবর্তীতে শুক্রবার রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে নিহতদের মা আলেয়া ঘরে থাকা বটি দিয়ে কুপিয়ে তার দুই সন্তান আব্দুল্লাহ ও মালিহাকে নিজ হাতে হত্যা করে বলে স্বীকার করে । তবে তিনি কেন নিজ সন্তানদের হত্যা করেছেন তা উদঘাটন করতে তদন্ত করছে পুলিশ।
তবে নিহতদের বাবা আব্দুল বাতেনের দাবী তার স্ত্রী মানসিক ভাবে কিছুটা অসুস্থ ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার ( ১৮ এপ্রিল) বিকেল চারটার দিকে টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর রূপবানের মার টেক সারোয়ার হোসেনের আটতলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় একটি রুমে শিশু আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬) নামে ভাই বোনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এমন নৃসংস হত্যার রহস্য উদঘাটন করে দ্রুত বিচার দাবী করেন এলাকাবাসী।
মতামত