রাজনীতি

দুর্ঘটনার শিকার এনসিপি নেতা মাহিন সরকার, যা জানা গেল

প্রিন্ট
দুর্ঘটনার শিকার এনসিপি নেতা মাহিন সরকার, যা জানা গেল

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৫, দুপুর ১:২০

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।


মাহিন সরকার লিখেছেন, সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে রাত পৌনে ১২টা নাগাদ মহাখালী কলেরা হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রাইভেট কারে ফেরার পথে প্রত্যাশা ট্রান্সপোর্ট এজেন্সি নামক পরিবহন সংস্থার একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৭-০৮০২) একেবারে অপ্রত্যাশিতভাবে ধাক্কা মারে। এতে গাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরো লিখেছেন, আমার স্ত্রী ট্রমাটাইজড হয়ে গেছেন এই ঘটনায়।

স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকেই প্রত্যাশা ট্রান্সপোর্ট এজেন্সির ট্রাকচালককে আটক করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।