প্রথম সেশন শেষে বাংলাদেশ যখন মধ্যাহ্নভোজে যায় তখন স্কোরকার্ডে ২ উইকেটে ৮৪ রান। যেটা খুব একটা খারাপ বলা যায় না। কিন্তু মধ্যাহ্নভোজ করে মাঠে ফিরতেই যেন তালগোল পাকিয়ে ফেললো টাইগাররা। জিম্বাবুয়ের বোলিং বাংলাদেশের ব্যাটারদের কাছে রীতিমত দূর্বোধ্য হতে লাগলো। শীর্ষ ব্যাটারদের প্রত্যেকেই হতাশ করেছেন দর্শকদের। দ্বিতীয় সেশনের ২৬ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে মাত্র ৭০ রান। সেশন শেষে ৫০ ওভারে বাংলাদেশের রান সাত উইকেটে ১৫৪। ১০ রানে ব্যাটিং করছেন জাকের। হাসানের রান ৪।
জিম্বাবুয়ের হয়ে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা। এই বাঁহাতি স্পিনার ৬ ওভার হাত ঘুরিয়ে ৩ মেডেনে মাত্র ৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। বাকি দুটি নিয়েছেন পেসার ব্লেসিং মুজারাবানি। একে একে ফিরে গেছেন নাজমুল, মুমিনুল, মুশফিক, মিরাজ ও তাইজুল।
মতামত