খেলাধুলা

শুরুর ধাক্কা সামলে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

প্রিন্ট
শুরুর ধাক্কা সামলে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৫, দুপুর ১:১২

দ্রুত উইকেট হারানোর পুরোনো অভ্যাস থেকে বের হতে পারেনি বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থ ওপেনাররা। ভালো শুরুর পর খেই হারান দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। ৩২ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ অবশ্য সামলে নিয়েছে শুরুর ধাক্কা।


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রোববার (২০ এপ্রিল) জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময়ে সংগ্রহ করেছে ২৪ ওভারে ২ উইকেটে ৮৪ রান। ৩০ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ২১ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। এই জুটিতে এসেছে ৫২ রান।

এর আগে সাদমান ও জয় খেলছিলেন দেখেশুনে। হঠাৎ ঘটে ছন্দপতন। ভিক্টর নায়ুচি প্রথম সাফল্য এনে দেন জিম্বাবুয়েকে। ইনিংসের নবম ওভারে ব্রায়ান বেনেটের ক্যাচে পরিণত হন সাদমান। বাংলাদেশ হারায় প্রথম উইকেট। ২৩ বলে ১২ রান করে সাদমান বিদায় নেন। এক ওভার বিরতি দিয়ে নায়ুচি তুলে নেন দ্বিতীয় ওপেনার জয়কেও। এবার উইকেটের পেছনে ক্যাচ নেন নায়াশা মায়াভো। ৩৫ বলে ১৪ রান করেন জয়।

দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ভারসাম্যপূর্ণ দল নিয়ে নেমেছে বাংলাদেশ। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে নেমেছে বাংলাদেশ। পেস আক্রমণে নাহিদ রানা ও হাসান মাহমুদের সঙ্গে আছেন খালেদ আহমেদ। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের স্পিনে ভরসা টিম ম্যানেজমেন্টের।

ব্যাট হাতে ওপেনিংয়ে আছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। আছেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম৷ টেস্ট বিশেষজ্ঞ মুমিনুল ইসলাম ও অধিনায়ক শান্ত মিলে ব্যাটিং অর্ডার করেছেন শক্তিশালী। উইকেটের পেছনে থাকছেন জাকের আলী অনিক।