সারাদেশ

কক্সবাজারের নৌবাহিনী পরিচয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ২

প্রিন্ট
কক্সবাজারের নৌবাহিনী পরিচয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ২

প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৫, সন্ধ্যা ৭:৫৯

কক্সবাজারের চকরিয়ায় নৌবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) রাত ১টার দিকে চকরিয়া পৌর শহরের আনোয়ার শপিং সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

শনিবার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আটককৃতরা “স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট” নামের একটি ফটোগ্রাফি দোকান থেকে ক্যামেরা ভাড়া নিতে এসে নিজেদের নৌবাহিনীর সদস্য পরিচয় দেয়। আচরণে সন্দেহ হলে দোকান কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পরে থানা পুলিশ তাদের হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—কিশোরগঞ্জ জেলার তারাইল থানার তাইনজাঙ্গার ভাটগাঁও গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে মো. মিজান এবং তার স্ত্রী মৌসুমি (২৭), পটুয়াখালী সদর উপজেলার তিতাস সিনেমা মোড় এলাকার মৃত নাছির উদ্দিনের কন্যা।

তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি ওয়াকিটকি সেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া এই দুজনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।