সারাদেশ

গাজীপুরে ট্রাক ভর্তি গাঁজাসহ আটক ৩

প্রিন্ট
গাজীপুরে ট্রাক ভর্তি গাঁজাসহ আটক ৩

প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৫, বিকাল ৫:৪৪

গাজীপুরের পুবাইল এলাকায় অভিযান চালিয়ে বালু ভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব ১ এর সদস্যরা। বুধবার ঢাকা বাইপাস সড়কের পুবাইল অঞ্চলে এই অভিযান চালায় র‍্যাব। এসময় বালু বোঝাই ট্রাক থেকে ১২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব ১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম।

আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার সুমেরখোলা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে সোহাগ শেখ (৩৯), একই এলাকার নগগ্রাম গ্রামের মিজানুর বিশ্বাসের ছেলে আশিক বিশ্বাস আকাশ(২১) ও হবিগঞ্জ জেলার মাধবপুর গ্রামের ইটাখোলা মুরাপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে সাগর মিয়া (২০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের পুবাইল এলাকায় ঢাকা বাইপাস সড়কে অভিযান চালিয়ে বালু বোঝাই ট্রাকটি আটক করা হয়। এসময় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১শত ২৪ কেজি গাঁজা ০৩ টি মোবাইল, ০৪ টি সিম র্কাড এবং নগদ ৩৮ শত টাকা উদ্ধার করা হয়। এঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ ও তিন আসামীকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।