ছবি : ফাইল ছবি
শুক্রবার (১৮ এপ্রিল) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ।
জানা গেছে, নিহত মৌমিতা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙামাটিয়া গ্রামের ইন্দ্রজিত পালের মেয়ে। বর্তমানে মগবাজার এলাকায় থাকতেন। মৌমিতা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষার্থী বলে জানিয়েছেন তার স্বজনেরা।
নিহত মৌমিতার ছোট বোন মৃদুলা পাল বলেন, আমাদের মা অনেক আগেইই মারা গেছেন। ঢাকায় বাবার সাথে মগবাজারের বাসায় আমরা দুইবোন থাকি। বাবা চায়না থেকে বিভিন্ন যন্ত্রাংশ আমদানির ব্যবসা করেন। গত ১৪ এপ্রিল ব্যবসায়িক কাজে বাবা চায়না গিয়েছেন। তখন থেকে আমরা দুই বোনই বাসায় থাকতাম। আমার দিদি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাইনিজ ভাষার ওপর পড়াশোনা করতেন। চট্টগ্রামের একটি ছেলের সাথে আমার দিদির প্রেমের সম্পর্ক ছিল। গত ২-৩ দিন যাবত ওই ছেলের সাথে দিদির সম্পর্ক ভালো যাচ্ছিল না।
তিনি আরও বলেন, দিদি প্রায় সময়ই আনমনা হয়ে থাকতেন। গতরাতে রাতে খাবারের জন্য দিদিকে অনেক ডাকাডাকি করেও দিদি তার রুমের দরজা খোলেননি। পরে বিষয়টি আমাদের বাবার ম্যানেজার মেহেদী হাসানকে জানাই। তিনি ধানমন্ডির বাসা থেকে আমাদের বাসায় এসে দিদিকে অনেক ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে দরজা দেখি দিদি গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছেন। পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার দিদি আর বেঁচে নেই।
এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ বলেন, মৌমিতা পালের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গতকাল রাতে মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষার ওপর কোর্স করেছেন।
মতামত