ছবি : সংগৃহীত
এক এক্স বার্তায় অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোর মধ্যে একটি রাস ইসা। যেটিকে সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের সংবেদনশীল অর্থনৈতিক স্থাপনা হিসেবেও ধরা হয়ে থাকে।
এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে হুতিদের হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হুতি নিয়ন্ত্রিত তেল পরিকাঠামোয় হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাগুলো ইরানের পারমাণবিক কার্যক্রমের চাপ তৈরির অংশ হিসেবেও দেখা হচ্ছে। তবে এই অভিযান কবে থামবে, সে বিষয়ে কোনো আভাস পাওয়া যায়নি।
মতামত