সারাদেশ

দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সম্মেলন ও আলোচনা সভা

প্রিন্ট
দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সম্মেলন ও আলোচনা সভা

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৫, সন্ধ্যা ৮:২৮

নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪নং বিরিশিরি ইউনিয়ন শাখার সকল ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কাপাসাটিয়া বাজার ঈদগাহ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরিশিরি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: সাহাবুদ্দিন মেম্বার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিরিশিরি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: রুবেল মিয়া। 

এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম মন্ডল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম উজ্জ্বল,বিরিশিরি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুল হক ফকির,সদস্য সচিব আবুল বাশার বাদশা,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুল আমিন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল খালেক।

অনুষ্ঠানে আলোচনাকালে অতিথিরা বলেন,সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে এগিয়ে নিতে হবে। দলের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতে আওয়ামী লীগ রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করেছে,এখন আর সেই দিন নেই। আমাদেরকে মানুষের ঘরে ঘরে,দুয়ারে দুয়ারে যেতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে পারলেই বিএনপি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারবে।