শিক্ষাঙ্গন

বিএইচপিআই’তে মিউজিক ক্লাবের আয়োজনে বর্ষবরণ উৎসব

প্রিন্ট
বিএইচপিআই’তে মিউজিক ক্লাবের আয়োজনে বর্ষবরণ উৎসব

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৫, রাত ৯:২৯ আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, রাত ৯:৩০

বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইন্সটিটিউট (বিএইচপিআই) মিউজিক ক্লাব এর আয়োজনে সাভারের সিআরপি তে “incredile & tranquil পরিবেশিত বর্ষবরণ উৎসব ১৪৩২ পালিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সংগঠনটি নানা আয়োজনে দিনটি আনন্দের সাথে উদযাপন করে।

এসময় বিএইচপিআই এর উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ জনাব ওবায়দুল হকের উদ্ভোধনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি আর পির প্রতিষ্ঠাতা ডাঃ ভ্যালরী এন টেইলর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এইচ পি আই এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ওমর আলী সরকার।

বি এইচ বি আই মিউজিক ক্লাব এর সভাপতি মাহফুজ সালেহ ফাহমিদ ও জি এস তানজিম কামালের পরিচালনায় উৎসবমূখর পরিবেশে নানা আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় দিনটি।