ছবি : সংগৃহীত
নিহত রশিদ কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার লাল মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন বিএনপির নেতা।
এদিকে দুপুর দেড়টার দিকে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কামরুল নামে একজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রশিদ নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় একই এলাকার ছাত্রলীগ কর্মী অমিতের সঙ্গে দলীয় বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় লাঠি দিয়ে আঘাত করেন অমিত। এতে রশিদ মাটিতে লুটে পড়েন। স্থানীয়রা আহত অবস্থায় রশিদকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত রশিদের ভাতিজা জাহেদ জানান, চাচার সঙ্গে কোনো পূর্ব বিরোধ ছিল না অমিতের। তবে অমিতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।
মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীর লাঠির আঘাতে বিএনপি নেতা রশিদ নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাগবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে।
মতামত