সারাদেশ

কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড, আহত ২

প্রিন্ট
কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড, আহত ২

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৫, সন্ধ্যা ৭:২৯

পটুয়াখালীর দুমকীতে বৈশাখের প্রথম দিনে হঠাৎ কালবৈশাখী ঝড়ে বসত ঘর উড়িয়ে পুকুরে ফেলে দিয়েছে। এছাড়াও লেবুখালী-বগা মহাসড়কে মাহিন্দ্রা গাড়ির ওপরে গাছ পড়ে ২ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে বগা-লেবুখালী মহাসড়কে প্রায় ৪ কিলোমিটার সড়কে ৩ ঘন্টা ধরে যান চলাচল বন্ধ ছিল।


আজ সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার রাজাখালী ও চরবয়ড়া এলাকার ওপর দিয়ে আকস্মিক কালবৈশাখী ঝড় বয়ে যায়। 

জানা যায়, দুপুর ২টার দিকে ঝড় শুরু হলে দুমকি বগা বাউফল মহাসড়কে রাজাখালী ফার্মগেট এলাকার পশ্চিম পাশে গাছের নিচে একটি মাহিন্দ্রা যাত্রীসহ আশ্রয় নেয়।

ঝড়ের তাণ্ডবে একটি বড় রেইনট্রি গাছ উপড়ে পড়ে যাত্রীসহ মাহিন্দ্রা গাড়িটি চাপা পড়ে। এতে বাউফলগামী একজন যাত্রীসহ ড্রাইভার হানিফ হাওলাদার (৩৫) আটকা পড়েন। স্থানীয় ও ফায়ার সার্ভিসকর্মীদের সহায়তায় আহতের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় মহাসড়কের উভয়পাশে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

বসত ঘর হারিয়ে অসহায় আজিজ সিকদার বলেন, আমার নতুন ঘরটি ঝড়ে উড়িয়ে নিয়ে গেল। আমি দিনমজুর মানুষ। খুব কষ্ট করে এই ঘরটি উঠায়েছিলাম। এতে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আহত যাত্রীদের উদ্ধারকারীদের একজন আল মামুন জানান, গাড়িতে ৫/৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে দু'জন আহত হয়েছেন। আমরা তাদের উদ্ধার করে পুলিশের গাড়িতে হাসপাতালে পাঠিয়েছি। আল্লাহর রহমতে আহতদের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। 

তিন ঘণ্টার পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসকর্মীদের সহায়তায় রাস্তার পড়ে থাকা গাছটি সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, স্থানীয় ও ফায়ার সার্ভিসকর্মীদের সহায়তায় রাস্তার ওপর পড়ে থাকা গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিসার আবুজর মোঃ ইজাজুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবে।