ছবি : সংগৃহীত
মেজর লিগ সকারের ম্যাচে শিকাগোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মিয়ামি। দ্বিতীয়ার্ধে দারুণ কিছু সুযোগ তৈরি করেন মেসি। সাফল্য আসেনি একটিতেও। ৬৩ ও ৮৫ মিনিটে ক্রসবারে লেগে ফেরত আসে আর্জেন্টাইন মহাতারকার দুটি শট। ৮৬ মিনিটে অফসাইডে বাতিল হয় লুইস সুয়ারেজের গোল।
পূর্ণশক্তির দল নিয়ে নেমে চলতি লিগে এই প্রথম গোল করতে পারলেন না মেসি, লুইস সুয়ারেজরা। টানা দুই ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ হারালেন। গোলের জন্য ১০টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে মিয়ামি। বিপরীতে শিকাগোর ১৬ শটের ৭টি ছিল লক্ষ্য বরাবর।
৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে মিয়ামির পয়েন্ট ১৫। এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে আটে শিকাগো। উপরে থাকা তিনটি দলই অবশ্য মিয়ামির চেয়ে একটি করে ম্যাচ বেশি খেলেছে। শীর্ষে থাকা কলম্বাসের পয়েন্ট ৮ ম্যাচে ১৮। কলম্বাসের বিপক্ষে ১৯ এপ্রিল রাতে পরের ম্যাচ খেলবে মিয়ামি।
মতামত