ছবি : সংগৃহীত
এছাড়া, সম্প্রতি প্রচারিত নাটক ‘বান্টির বিয়ে’ নিয়ে জোভান জানান, “এই নাটকে আমার তিনজন নায়িকা ছিল—পায়েল, পারসা ও মারিয়া। পারসা খুব ভালো অভিনয় করে, গানও গায় দারুণ। মারিয়ার সঙ্গে এটা ছিল আমার প্রথম কাজ, অভিজ্ঞতাটাও ভালো ছিল। ভবিষ্যতে হয়তো একসাথে আরও কিছু করব। আর পায়েলের সঙ্গে তো বহু কাজ করেছি। সে একজন দক্ষ অভিনেত্রী, সময়ের সঙ্গে অনেক পরিপক্কতা এসেছে ওর মধ্যে।”
নাটকটি নিয়ে জোভান বলেন, “এটা একটু ফান, একটু রোমান্টিক, আবার একটু কমেডিও আছে। আশা করি দর্শকরা পছন্দ করবেন।”
মতামত