বিনোদন

যে কারণে ধর্ম পরিবর্তন করেছিলেন আয়েশা টাকিয়া

প্রিন্ট
যে কারণে ধর্ম পরিবর্তন করেছিলেন আয়েশা টাকিয়া

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৫, সকাল ১১:৫৮

মাত্র ১৮ বছর বয়সেই পা রাখেন বলিউড জগতে। দর্শকদের তিনি উপহার দিয়েছেন বহু হিট ছবি। সুপারস্টার সালমান খানের সঙ্গেও শেয়ার করেছেন স্ক্রিন। কিন্তু হঠাৎ করেই লাইমলাইটের বাইরে। কোথায় যেন হারিয়ে গেলেন বলিউড ‘অভাগা নায়িকা’ খ্যাত আয়েশা। 


কেন হারিয়ে গেলেন আয়েশা টাকিয়া?

অল্প বয়সেই ধরা দিয়েছিলেন মিউজিক ভিডিওতে। এরপর শাহিদ কাপুরের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। বলিউডে আসলেন, দেখলেন আবার হারিয়েও গেলেন। ছিটকে পড়েছেন ট্র্যাকের বাইরে।

অক্ষয়কে কেন ফিরিয়ে দিয়েছিলেন আয়েশা

বলিউডে পা রেখেই আয়েশা প্রেমে পড়েছিলেন মনীষা কৈরালার ভাই সিদ্ধার্থের। কয়েক বছর পর সে সম্পর্ক ভেঙে যায়। এরপর আমিশা প্যাটেলের ভাই অস্মিতের সঙ্গেও কিছুদিন প্রেম করেন আয়েশা। সেটাও বেশিদিন টেকেনি।

অবশেষে তিনি ২০০৮ সালে বিয়ে করেন ব্যবসায়ী ফারহান আজমিকে। ২০০৯ সালে ধর্মান্তরিত হন। নিজের নাম রাখেন আয়েশা আজমি। মূলত মুসলিম যুবককে বিয়ে করেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমান এই অভিনেত্রী সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন।

বলে রাখা ভালো, ২০০৪ সালে শহিদ কাপুরের সঙ্গে জুটি বেঁধে ‘টারজান দ্য ওয়ান্ডার কার’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। এরপর ‘সোচা না থা’, ‘সালামে ইশক’, ‘ওয়ান্টেড’, ‘পাঠশালা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন।