ছবি : ঢাকা ইনসাইটস
পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের কাউন্সিলে নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন।
আগামী ২০ এপ্রিল সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল পাবনা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো: সংগ্রাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
এছাড়া কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী এবং নির্বাচন কমিশনার হিসেবে ইবির সদস্য সচিব মিথুন ছাড়াও দায়িত্ব পালন রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আল-মামুন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল মিঠু।
কাউন্সিল উপলক্ষে আগামী ১৩ এপ্রিল হতে ১৫ এপ্রিল কলেজ প্রাঙ্গনে সদস্য ফরম বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং পাবনার টিম প্রধান ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। এছাড়াও উপস্থিত থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, মোকছেদুল মোমিন মিথুন, পাবনা জেলা শাখা ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান প্রিন্স।
এবিষয়ে নির্বাচন কমিশনার ও ইবি ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, আমাকে এই দায়িত্বে উপযুক্ত মনে করায় জনাব তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘদিন যাবত ফ্যাসিবাদের কবলে থাকায় আমরা স্বাধীনভাবে সাংগঠনিক কার্যক্রম বা জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করতে পারিনি। জুলাই অভ্যুত্থান যেহেতু আমাদের সুযোগ করে দিয়েছে স্বাধীনভাবে রাজনৈতিক কার্যক্রম করার তাই চেষ্টা থাকবে একটা উৎসবমুখর পরিবেশে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের কাউন্সিল আয়োজনের। সুষ্ঠুভাবে কাউন্সিল সম্পন্ন করে সবার ভোটের ভিত্তিতে যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করতে যথাসাধ্য চেষ্টা করবো।
মতামত