ছবি : ঢাকা ইনসাইটস
আদিবাসীদের ভাষা,সংস্কৃতি,ঐতিহ্য রক্ষা ও সাংবিধানিক স্বীকৃতির দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে গ্রাম সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের দুর্গাপুর সদর ইউনিয়ন কমিটির আয়োজনে মেনকীফান্দা ও শ্যামনগর গ্রামে শুক্রবার বিকেলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিপিবির কেন্দ্রীয় সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।
গ্রাম সভায় আদিবাসী ইউনিয়ন কমিটির সভাপতি প্রেজিনা রাংসার সভাপতিত্বে ও আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক লিটন হাজং এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন আদিবাসী ইউনিয়ন নেত্রকোণা জেলা কমিটির সভাপতি নিরন্তর বনোয়ারী, বাংলাদেশ কৃষক সমিতি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, আদিবাসী ইউনিয়ন নেতা বিমল রেমা, বাবুল হাজং, যুব ইউনিয়ন নেতা সায়েদুল ইসলাম, শেফালী হাজং,রমজান আলী প্রমুখ।
এই সভায় নেতৃবৃন্দ বলেন,আদিবাসীদের ভাষা,সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করতে হবে। এসময় আদিবাসীদের আলাদা মন্ত্রণালয় ও তাদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান আলোচকরা।
মতামত