ছবি : ঢাকা ইনসাইটস
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।
আজ ১১ এপ্রিল, শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিসে, সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কেন শৃঙ্খলাভঙ্গজনিত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ১৩ এপ্রিল ২০২৫এ তারিখের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত নেতা আব্দুস সামাদ বলেন, ”আমি এখনও অফিসিয়ালি কোন নোটিস পাইনি। তবে বিভিন্ন গ্রুপের মাধ্যমে শোকজের বিষয়টি জানতে পেরেছি। কেন্দ্রের সাথের যোগাযোগের চেষ্টা করছি।”
এ বিষয়ে ছাত্রদল শেকৃবি শাখার সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, তার কারণ দর্শানোর নোটিশটি আমরাও পেয়েছি। মূলত ৫ আগস্ট পরবর্তী সময়ে তার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে কেন্দ্রে অভিযোগ গিয়ে থাকতে পারে। কেন্দ্র তার নিজস্ব উইং দিয়ে তদন্ত করে হয়তো তার কিছু সত্যতা পেয়েছে। তাই তাকে নোটিশটি দেয়া হয়েছে৷
মতামত