সারাদেশ

নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন

প্রিন্ট
নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৫, সন্ধ্যা ৭:০৯

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকদের হাতে জুনায়েদ হাসান (২৫) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় মারাত্বকভাবে আহত হয়েছে মাসুম মোল্লা (৪৫) নামে অপর এক ব্যক্তি। 

ঘটনাটি ঘটেছে বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায়। এলাকাবাসী জানায় ওই এলাকার বাসিন্দা মাসুম মোল্লার ছেলে মাহিম ও হায়দার মিয়ার ছেলে আবিদসহ আসিফ, মেহেদী তারা চার বন্ধু দীর্ঘদিন যাবৎ এক সাথে চলাফেলা করত।

কিন্তু হায়দার মিয়া ছিল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিষয়টি মাসুম মোল্লা জানতে পেরে ছেলে মাহিমকে হায়দার মিয়ার ছেলে আবিদ এর সাথে চলাফেলা না করার জন্য নিষেধ দেয়। 

পিতার নির্দেশ অনুযায়ী গত একমাস যাবৎ মাসুম মোল্লার এর পুত্র মাহিম সহ আসিফ ও মেহেদী তারা হায়দার মিয়ার ছেলে আবিদ এর সাথে চলাফেলা বন্ধ করে দেয়। 

এরই জের হিসেবে বুধবার সন্ধ্যায় বাড়ির সামনের মাঠে চার বন্ধুর মাঝে ঝগড়ার সৃষ্টি হয়। বিষয়টি উভয়ের অভিভাবকের নিকট পৌছলে তাদের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টির এক পর্যায়ে হায়দার এর ছেলে আবিদ পিছন দিক থেকে মাসুম মোল্লার মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করে।

এতে মাসুম মোল্লা মারাত্বকভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে রাত আনুমানিক ৮টার দিকে মাসুম মোল্লার লোকজন তাকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার সময় নরসিংদী পৌর ঈদগার সামনে পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা হায়দার মিয়া, তার ছেলে আবিদসহ কতিপয় সন্ত্রাসীরা পুনরায় মাসুম মোল্লাকে দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বকভাবে আহত করে। 

পরে তাকে আবারও সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার মাসুম মোল্লার অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এদিকে হামলার সময় জুনাইদ হাসানকে উত্তেজিত জনতা আটক করে এলোপাতারিভাবে পিটিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করে। জুনায়েদ হাসানকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। 

নিহত জুনায়েদ হাসানের বড় বোন বলেন, আমার ভাইরে অতর্কিতভাবে কুপাইয়া মাইরা ফেলছে, আমি আমার ভাই এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই, যারা এ কাজ করছে তাদের ফাসি চাই।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।