লালমনিরহাটে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ রাশেদুল হাসান রাশেদ ওরফে মুন্সী রাশেদুল হাসান রাশেদ (৪৮) কে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মোঃ রাশেদুল হাসান রাশেদকে ঢাকা এর লালবাগ থানায় হত্যা এবং মিরপুর থানায় হত্যার চেষ্টা ২টি মামলায় ও লালমনিরহাটের বিএনপি হামার বাড়ী অফিস ভাংচুর, মহেন্দ্রনগর বিএনপি পার্টি অফিস ভাংচুর, মহেন্দ্রনগর দোকানপাট ভাংচুর ৩টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মোঃ রাশেদুল হাসান রাশেদ লালমনিরহাটের খোর্দ্দ সাপটানা এলাকার হাসান আলী-এর ছেলে এবং লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নুরনবী বলেন, লালমনিরহাটের বিএনপি হামার বাড়ী অফিস ভাংচুর, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি পার্টি অফিস ভাংচুর ও মহেন্দ্রনগর দোকানপাট ভাংচুর মামলায় তাঁকে গ্রেফতার দেখায় পুলিশ। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণহত্যার ঘটনায় ঢাকা লালবাগ থানায় হত্যা মামলা এবং মিরপুর থানায় হত্যা চেষ্টায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামী আওয়ামী লীগ নেতা রাশেদ। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়।
মতামত