ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় এই ঘটনাটি ঘটেছে। ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি বারবার বলেছি এই প্রটোকল করতে করতে সময় শেষ, মেইন কাজ করতে পারি না। ১০০ বার একটা কথা বললে তোমরা শুনো না।’
থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আপনারা জানেন যে, পুলিশের থেকে আমাদের আশা অনেক। কিন্তু তাদের থাকা-খাওয়ার অনেক সমস্য আছে। এই যে ধরেন তারা একটা ভাড়াটিয়া বাড়িতে থাকে। এগুলোর উন্নতি করা দরকার। আপনারা এগুলো বলবেন যে, এদের থাকা ও খাওয়ার উন্নতি করা দরকার। ওদের থেকে পেতে হলে, দিতে হবে কিছু।’
সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে চিঠি পাঠানোর পর আপডেট আছে কি-না এ প্রশ্নে তিনি বলেন,‘ইন্টারপোলের আপডেটটা আগে যেটা আছে, ওই অবস্থায় আছে। আপডেট হলে আপনাদের জানানো হবে।’ এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতামত