ছবি : সংগৃহীত
গাজায় ইসরাইলি হামলায় ব্যবহৃত অস্ত্রে 'মেইড ইন ইন্ডিয়া' লেখা পাওয়ার খবর আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। ভারতীয় কোম্পানি প্রিমিয়ার এক্সপ্লোসিভ লিমিটেড কর্তৃক ইসরাইলি সামরিক বাহিনীর জন্য সলিড প্রোপেল্যান্ট সরবরাহের তথ্য নিশ্চিত হওয়ার পর থেকে প্রশ্ন উঠেছে ভারতের প্রকৃত অবস্থান নিয়ে। অন্যদিকে, ভারতে মুসলিমদের বিরুদ্ধে সরকারি মদদে সংঘটিত সহিংসতা, মসজিদ ভাঙার ঘটনা এবং সাম্প্রদায়িক দাঙ্গার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে।
৭ এপ্রিল ২০২৪-এ ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বব্যাপী আয়োজিত হরতালে ভারতের অনন্য প্রতিক্রিয়া বিশ্ববাসীকে হতবাক করেছে। যখন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, ভারতে উল্টো চিত্র দেখা গেছে। সেখানে জনগণ ইসরাইলের পক্ষে মিছিল করেছে, ফিলিস্তিনি পতাকা প্রদর্শনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজায় নিহত শিশুদের নিয়ে অমানবিক মিম তৈরি করে ভারতীয় ব্যবহারকারীরা আলোচনায় এসেছেন।
ভারতের অভ্যন্তরীণ নীতিও সমানভাবে উদ্বেগজনক। সম্প্রতি পাস হওয়া বিতর্কিত ওয়াকফ আইন মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি হস্তান্তরের পথ সুগম করেছে। গরু কোরবানির অজুহাতে মুসলিম নিধন, ধর্মীয় উৎসবে বাধা প্রদান এবং মসজিদ ভাঙার ঘটনাগুলো এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এই সমস্ত ঘটনা ইসরাইলের ফিলিস্তিনি নীতির সঙ্গে আশ্চর্য রকমের মিল প্রদর্শন করে।
মতামত