ছবি : ঢাকা ইনসাইটস
ফিলিস্তিনে ইসরাইলের ভয়াবহ আগ্রাসন, বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে নেত্রকোণার দুর্গাপুরে সুসং সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নিরঞ্জন দেবনাথ, সদস্য সচিব আলমগীর হোসেন,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব নুরুজ্জামান জনি, কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল তালুকদার,সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাহিন আলম,কলেজ ছাত্রদলের সদস্য রুবেল হোসাইন,মামুন খান,আরিফ, সৈকত সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
সমাবেশে আলোচনাকালে বক্তারা বলেন,ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনে নারী, পুরুষ,শিশুদের নির্বিচারে হত্যা করছে। এই বর্বরতার তীব্র নিন্দা জানাই। ফিলিস্তিন শুধু ইতিহাস নয়, এটি মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। বহু আঘাত এসেছে, বহু অত্যাচার চলেছে; কিন্তু মুছে যায়নি। ভবিষ্যতে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। ফিলিস্তিনের মাটিতেই ইসরাইলের কবর রচিত হবে ইনশাআল্লাহ।
মতামত