লালমনিরহাটে "আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই" প্রতিপাদ্যকে সামনে রেখে গণশুনানি উপলক্ষে অভিযোগ গ্রহণ বুথের কার্যক্রম চালু হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি লালমনিরহাটের সহযোগিতায় এ অভিযোগ গ্রহণ বুথের কার্যক্রম চালু হয়।
অভিযোগ গ্রহণ বুথের কার্যক্রম চালুর সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান, উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, মোঃ মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম আবু হাসনাত রানা, সাধারণ সম্পাদক মোঃ জাহিদ ইসলাম জাহিদ, সদস্য ডাঃ আশিক ইকবাল মিলন, মোছাঃ রওশন আরা বেগম, ফারাহ-নাজ-নাহার ফিবা প্রমুখ।
উল্লেখ্য যে, আগামী সোমবার (২১ এপ্রিল ২০২৫ খ্রি. সকাল ৯ঘটিকায় লালমনিরহাট মিশন মোড়স্থ জেলা পরিষদ অডিটোরিয়াম (নতুন) এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সম্মানিত নাগরিকবৃন্দকে আহ্বান জানানো যাচ্ছে যে, লালমনিরহাট জেলা সদরে অবস্থিত যেকোন সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত অফিসে সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার হলে দুদকের গণশুনানিতে আপনার অভিযোগ তুলে ধরুন।
মতামত