ছবি : ঢাকা ইনসাইটস
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল করেছে ভালুকা সরকারি কলেজ ছাত্রদল। মঙ্গলবার ৮ এপ্রিল সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন বক্তারা এবং অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান। তারা বলেন, নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর আগ্রাসন মানবতাবিরোধী অপরাধ। বিশ্ব সম্প্রদায়ের উচিত এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস. এম. আলী রাজ, সদস্য সচিব মাহিদ আল হাসান মৃদুল, ১নং যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান শান্ত, যুগ্ম আহ্বায়ক রিটন হাসান, জাহিদ হাসান, জাহাঙ্গীর আলম, মামুন মন্ডল, এইচ.এস.সি মানবিক শাখার ক্লাস কমিটির সভাপতি তোফায়েল আকন্দ এবং সাধারণ সম্পাদক সাগর মির্জাসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ফিলিস্তিনে নির্বিচারে নারী-শিশু হত্যা একটি নিকৃষ্ট মানবতা লঙ্ঘন। ছাত্রদল সবসময় মানবাধিকারের পক্ষে এবং দুঃসময়ে নিপীড়িত মানুষের পাশে রয়েছে।
মতামত