সারাদেশ

সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে ছাত্র প্রতিনিধিদের এখন পদত্যাগ করা দরকার : ভিপি নূর

প্রিন্ট
সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে ছাত্র প্রতিনিধিদের এখন পদত্যাগ করা দরকার : ভিপি নূর

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ৮ এপ্রিল ২০২৫, সকাল ৯:৫৫ আপডেট : ৮ এপ্রিল ২০২৫, সকাল ৯:৫৭

সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর।

সোমবার (৭ এপ্রিল) রাতে নরসিংদী ক্লাব মিলনায়তনে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, "সরকারে থেকে ছাত্র প্রতিনিধিরা রাজনৈতিক দল গঠন ও সুবিধা ভোগ করছে—এটা সাধারণ মানুষ মেনে নিচ্ছে না।"

তিনি আরও বলেন, আস্থার সংকট তৈরি হলে সরকার টিকে থাকতে পারবে না। ফ্যাসিবাদের পতনের মাধ্যমে দেশে নতুন রাজনৈতিক সম্ভাবনার সৃষ্টি হয়েছে, যেখানে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

ভবিষ্যতে তিনশ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

এসময় গণ অধিকার পরিষদসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও গণ অধিকার পরিষদ নরসিংদী জেলার সাবেক সভাপতি নান্নু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ জনি ভূইয়া, সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র পাল, ছাত্র অধিকার পরিষদের সভাপতি জেমস বাপ্পি, সাধারণ সম্পাদক রবিন আহমেদ, যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক আলামিন, মৌসুমি আক্তার সুমি প্রমুখ উপস্থিত ছিলেন।