সারাদেশ

ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে ফিলিস্তিন বাঁচাতে দুর্গাপুরে বিক্ষোভ

প্রিন্ট
ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে ফিলিস্তিন বাঁচাতে দুর্গাপুরে বিক্ষোভ

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ৭ এপ্রিল ২০২৫, সন্ধ্যা ৮:০৮

বিশ্বব্যাপী ঘৃণিত,নিন্দিত ইসরাইলের ভয়াবহ বর্বরোচিত হামলা, মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাস ও ফিলিস্তিনের মুসলমানদের উপর দখলদার, নিরীহ শিশু ও ফিলিস্তিনিদের হত্যা, অমানবিক অত্যাচারের প্রতিবাদে নেত্রকোণার দুর্গাপুরে হেফাজতে ইসলামের আয়োজনে এক বিক্ষোভ মিছিল করা হয়েছে। 

এতে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি ও এর অঙ্গসংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সর্বস্তরের জনতা।

সোমবার বাদ যোহর দুর্গাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক প্রতিবাদী আলোচনা সভা শেষে সর্বস্তরের জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় সকলে ব্যানার, প্লে-কার্ড হাতে নিয়ে দখলদার ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘গাজা বাঁচাও’, ‘ইসরায়েলের গণহত্যা বন্ধ কর’, ‘ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই’— এমন স্লোগান দিতে থাকেন।

পরে আখেরী মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

প্রতিবাদ কর্মসূচিতে আলোচনাকালে বক্তারা বলেন,গাজার জনগণের সঙ্গে সংহতি জানিয়ে রাস্তায় নেমেছি। আমরা ফিলিস্তিনিদের মুক্তি চাই, যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলি নেতাদের বিচার চাই।

তারা আরো বলেন,ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনে নারী, পুরুষ,শিশুদের নির্বিচারে হত্যা করছে। এই বর্বরতার তীব্র নিন্দা জানাই। আমরা দুর্গাপুরে সকল ইসরায়েলি পণ্য বয়কট করার ঘোষণা দিচ্ছি।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন,ফিলিস্তিন শুধু ইতিহাস নয়, এটি মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। বহু আঘাত এসেছে, বহু অত্যাচার চলেছে; কিন্তু মুছে যায়নি। ভবিষ্যতে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। ফিলিস্তিনের মাটিতেই ইসরাইলের কবর রচিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফিলিস্তিন ও এর আশপাশের অঞ্চলকে ‘পবিত্র ভূমি’ আখ্যা দিয়েছেন। ফিলিস্তিন এতটাই মোবারক স্থান, এখান থেকেই শুরু হয়েছিল নবীজির ইসরা ও মেরাজ। রাসুল (সা.) ভবিষ্যদ্বাণী করেছেন, ইহুদিদের জুলুম, অত্যাচার ও দখলদারিত্ব একদিন শেষ হবে। মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না।

এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মুফতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাফেজ রুহুল আমিন সিরাজী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা অলিউল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, যুবদল দুর্গাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক এস এম কাইয়ুম, ডা. তোফাজ্জল হোসেন, মাওলানা মুজিবুর রহমান, মুফতি আবু ওয়াক্কাস, মুফতি জামাল উদ্দিন খান কারিমী, মাওলানা মন্জুরুল হক, মাওলানা হাবিবুর রহমান, মুফতি শাব্বির আহমদ, মুফতি এনায়েত উল্লাহ খান সহ অনেকে।

এই কর্মসূচিতে আখেরি মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর দুর্গাপুর উপজেলা শাখার উপদেষ্টামন্ডলীর সদস্য মাওলানা আব্দুর রব।