ছবি : ঢাকা ইনসাইটস
ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ এর আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইন্সটিটিউট (বিএইচপিআই) সি আর পি সাভারের শিক্ষার্থীরা।
সোমবার (৭ এপ্রিল) রাজধানীর সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে গাজাবাসীর পক্ষে এই কর্মসূচিতে অংশ নেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বিক্ষোভে শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; ফ্রি ফ্রি প্যালেস্টাইন; দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো; বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে; ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে; বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন মুক্ত করো ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এসময় বি এইচ পি আই এর শিক্ষার্থী ফয়সাল আফ্রাদ বলেন, ‘ ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আমাদের গাজার ভাইবোনদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারছিনা কিন্তু লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করতে রাজপথে আমরা (বি এইচ পি আই) এর শিক্ষার্থীরা একত্রিত হয়েছি। আমাদের সাথে একাত্মতা প্রকাশ করছে সাধারণ মানুষজন।’
এসময় শিক্ষার্থীরা দখলদার ইসরাইলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ ও খুনি, রক্তপিপাসু নেতানিয়াহুর বিরূদ্ধে বিশ্ব নেতাদের এক হয়ে সোচ্চার দাবি তোলার আহবান জানান।
মতামত