ছবি : ঢাকা ইনসাইটস
গাজায় চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তারা ফিলিস্তিনে ইসরায়েলি সরকারের দ্বারা সংগঠিত গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং বিশ্বজনমতকে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, “গাজায় যা ঘটছে তা কোনো দ্বন্দ্ব নয়, এটি রাষ্ট্র-প্রযোজিত গণহত্যা।” তারা আন্তর্জাতিক সংগঠন ও বিশ্ব নেতাদের নীরবতারও কড়া সমালোচনা করেন। বিবৃতিতে বলা হয়, “এই রক্তপাতের দায় শুধু ইসরায়েলের নয়, নীরব থাকার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ও এতে জড়িত।”
শিক্ষার্থীরা জানান, তারা “The World Stops for Gaza” শীর্ষক একটি বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে আজ ৭ এপ্রিল রোজ সোমবার সকল একাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। ওই দিন বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস, পরীক্ষা বা আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেবেন না তারা। এটি একটি প্রতিরোধের দিন হিসেবে পালন করা হবে বলে ঘোষণা দেন তারা।
শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি প্রতিবাদ। রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে ইসলামী সোসাইটির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘গণহত্যার বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফিলিস্তিনের শিশুরা, আমাদের সন্তান’ সহ একাধিক প্রতিবাদী স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস।
বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন সচেতন মানুষেরা গাজার পক্ষে কণ্ঠ তুলছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে, “নদী থেকে সমুদ্র পর্যন্ত, ফিলিস্তিন হবে মুক্ত।"
মতামত