ছবি : সংগৃহীত
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার নিহত ওই শিশুর নাম ওমর মোহাম্মদ রাবেয়া বলে জানিয়েছে। খবর সিএনএনের।
তাকে রামাল্লাহ শহরের উত্তর-পূর্বে তুর্মুস আয়া শহরের কাছে গুলি করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের দিকে পাথর ছুঁড়ে মারছিল এমন একজন ‘সন্ত্রাসী’কে তারা হত্যা করেছে।
অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সহিংসতা তীব্রতর হওয়ার মধ্যে এ হামলার ঘটনা ঘটল। একইসঙ্গে নৃশংসতা চলছে গাজায়ও, গাজার উত্তরাঞ্চলে একটি বৃহৎ আকারের হামলা চালিয়েছে ইসরায়েল- যাতে কমপক্ষে ৯৯ জন নিহত হয়েছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, নিহতদের মধ্যে প্রায় ১৭ জন শিশু।
ওয়াফার মতে, ইসরাইলি কর্মকর্তারা রাবেয়াকে গ্রেফতার করেছিলেন, পরে তাকে মৃত ঘোষণা করে এবং তার মৃতদেহ আটকে রাখে।
সংস্থাটি জানিয়েছে, এ সময় ১৪ এবং ১৫ বছর বয়সি আরও দুই ফিলিস্তিনি শিশু গুলিবিদ্ধ হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্বধারী দুই শিশুর পেট ও উরুতে আঘাত লাগে এবং ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) তাদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করেছে।
রামাল্লাহ এবং এল-বিরহের গভর্নর লায়লা ঘানেম হাসপাতালে তাদের দেখতে যান এবং এই হামলার নিন্দা জানান।
মতামত