সারাদেশ

কক্সবাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

প্রিন্ট
কক্সবাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ৬ এপ্রিল ২০২৫, দুপুর ২:১০

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ রবিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।


নিহত ব্যক্তিরা হলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব এবং জামায়াতে ইসলামী কুতুপালং শাখার আমির আবদুল্লাহ আল মামুন এবং একই এলাকার তার আপন চাচাতো ভাই আবদুল মান্নান ও তার বোন শাহিনা বেগম।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, তারা (নিহত ব্যক্তিরা) আপন চাচাতো ভাইদের মধ্যে দেয়ালের সীমানা নিয়ে বিরোধ হয়। এ নিয়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছে এবং বাকি দুজন মান্নান ও তার বোন শাহিনা। তারা আপন চাচাতো ভাই-বোন।

এ বিষয়ে জানার জন্য উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেনকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।