বিনোদন

‘তারা দেবের অনুরাগী কি না সন্দেহ’, আদালতে বয়ান দিলেন জিনিয়া

প্রিন্ট
‘তারা দেবের অনুরাগী কি না সন্দেহ’, আদালতে বয়ান দিলেন জিনিয়া

ছবি : ফাইল ফটো


প্রকাশিত : ৬ এপ্রিল ২০২৫, দুপুর ২:০৩

কয়েক মাস আগে টলিউড অভিনেতা ও সংসদ সদস্য দেবের অনুরাগীদের কাছে হেনস্তা হয়েছিলেন প্রযোজক-পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অকথ্য ভাষায় আক্রমণ করা হয়েছিল তাকে। সেই সময় তাঁর স্ত্রী এবং কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন প্রতিবাদ জানিয়েছিলেন বিষয়টি নিয়ে। এরপর তাকেও আক্রমণ করা হয়।


তখন এ দম্পতি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন দেবের অনুরাগীদের বিরুদ্ধে।

পুলিশের গোয়েন্দা দপ্তর ভবানী ভবনে ঊর্ধ্বতন পুলিশকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন এ তারকা দম্পতি। তারপর ফের শিবপ্রসাদ-পত্নীর অর্ধনগ্ন-বিকৃত ছবি ছড়ানো হয় অনলাইনে। তখন রবীন্দ্র সরোবর থানায় লিখিত অভিযোগ জানান দুজন।

আর এবার সেই ঘটনায় আলিপুর আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের বয়ান রেকর্ড করলেন চিত্রনাট্যকার-সাংবাদিক জিনিয়া সেন।

এ বিষয়ে কলকাতার গণমাধ্যমকে জিনিয়া সেন জানান, গত জুলাইয়ে রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণের কিনারা এখনো হয়নি। তার মধ্যেই তাঁর বিকৃত, অর্ধনগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। তাঁর মতে, এই পদক্ষেপ ধর্ষকামের পরিচায়ক।

সাফ জানান, তাঁর এই লড়াই বিকৃত মানসিকতার বিরুদ্ধে। জানান, এই মানসিকতার সঙ্গে আপস তিনি করবেন না। আর তাই শনিবার (৫ এপ্রিল) আলিপুর আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান রেকর্ড করেছেন তিনি।

জিনিয়ার কথায়, হুমকি আর কটাক্ষের মধ্যে সামান্য ফারাক। তিনি কটাক্ষের ঘোর বিরোধী।

যাদের সঙ্গে এই নিন্দনীয় ঘটনা ঘটে, তাঁরাই জানেন যে মনের ওপর কতটা চাপ পড়ে। এ ছাড়া দিবালোকে কাউকে হুমকি দেওয়াও সমান নিন্দনীয় বলে জানান তিনি।

‘দেব অনুরাগী’দের এ ধরনের কাজকর্ম প্রসঙ্গে জিনিয়া বলেন, যারা এমন কাজ করেছেন, তারা প্রকৃতপক্ষেই দেবের অনুরাগী কি না তার সন্দেহ রয়েছে। তার কথায়, দেব থাকলেও হয়তো একই পদক্ষেপ নিতেন।

২০২৪ সালে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ সিনেমাটি ব্লকবাস্টার হয়। এর ঠিক পরপরই মুক্তি পায় দেবের ‘খাদান’। সেটিও বক্স অফিসে হিট হয়। তখনই শিবপ্রসাদকে আক্রমণ করে বসেন দেব অনুরাগীরা। আজেবাজে মন্তব্য করে হেনস্তা করতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। তখনই বিতর্ক দানা বাঁধে। যা শেষ পর্যন্ত গড়ায় আদালত পর্যন্ত।