সারাদেশ

কুমিল্লায় রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা, লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রিন্ট
কুমিল্লায় রাতের আঁধারে যুবককে কুপিয়ে হত্যা, লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত : ৬ এপ্রিল ২০২৫, সকাল ৬:২৯

কুমিল্লার হোমনা উপজেলার হোমনা পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা ফারুক ওরফে পান্ডু (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফারুকের পিতার নাম আব্দুল জলিল।

জানা যায়, গতকাল (বৃহস্পতিবার) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ফারুককে গলায়, মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

পুলিশ আজ শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

নিহতের পরিবার ও এলাকাবাসীর ধারণা, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতের শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঘটনার তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে হোমনা থানা পুলিশ।