সারাদেশ

এনসিপির হয়ে নতুন ভালুকা গড়ার প্রত্যয় ডা. জাহেদুল ইসলামের

প্রিন্ট
এনসিপির হয়ে নতুন ভালুকা গড়ার প্রত্যয় ডা. জাহেদুল ইসলামের

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ৫ এপ্রিল ২০২৫, দুপুর ১২:৪৮

ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন ডা. জাহেদুল ইসলাম। দলটির যুগ্ম সদস্য সচিব ও ভালুকার সন্তান ডা. ইসলাম গত ১৬ বছর ধরে অঞ্চলটির উন্নয়ন বঞ্চনা ও ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে আসছেন। তাঁর নির্বাচনী ইশতেহারে তিনি একটি সমৃদ্ধ, সুস্থ ও টেকসই ভালুকা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তরুণ বয়স থেকেই সামাজিক ন্যায়বিচার ও তরুণদের সমস্যা সমাধানে সক্রিয় ডা. ইসলাম বলেন, "ভালুকার মানুষ দীর্ঘদিন ধরে অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানে অবহেলার শিকার। আমার লক্ষ্য দুর্নীতিমুক্ত সুশাসন ও নাগরিক সুবিধা নিশ্চিত করে এই বঞ্চনা দূর করা। আধুনিক টেকনিক্যাল প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন ও যুবকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। প্রতিটি ইউনিয়নে মানসম্মত হাসপাতাল, মাতৃসদন ও কমিউনিটি ক্লিনিকের প্রসার। কৃষকদের জন্য ন্যায্য মূল্য, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। প্লাস্টিক ও পানি দূষণ রোধ, সবুজ বলয় তৈরিসহ টেকসই নগর পরিকল্পনা। ই-গভর্নেন্সের মাধ্যমে সেবা সহজীকরণ, ফ্রিল্যান্সার প্রশিক্ষণ ও প্রযুক্তি খাতের উন্নয়ন।

ডা. জাহেদুল ইসলাম বলেন, স্বচ্ছতা ও জনমতের প্রতিফলনের ওপর "প্রশাসন হবে জনগণের সেবক, দুর্নীতি নয়। তাঁর পরিকল্পনায় টেকসই সড়ক, নিরাপদ পানি ও বিদ্যুৎ সুবিধার প্রসারও উল্লেখযোগ্য। ভালুকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সকলের সমর্থন কামনা করছি। এবারই সময় পরিবর্তনের। জাগ্রত হোক ভালুকার মানুষ, গড়ে উঠুক উন্নয়নের মডেল।