জাতীয়

বাংলাদেশ তিন শূন্যের বিশ্ব গড়তে চায়: প্রধান উপদেষ্টা

প্রিন্ট
বাংলাদেশ তিন শূন্যের বিশ্ব গড়তে চায়: প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ৪ এপ্রিল ২০২৫, দুপুর ১২:২২

বাংলাদেশ একটি ‘তিন শূন্য’–শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন–বিশ্ব গড়ে তোলার পথে অগ্রসর হতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে বক্তৃতা করেন তিনি।

তিনি বলেন, ‘কেউ কেউ আমাদের জনসংখ্যাকে চ্যালেঞ্জ হিসেবে দেখে, কিন্তু আমরা এটিকে সম্ভাবনা হিসেবেই দেখি। আমরা বিমসটেক সচিবালয় হোস্ট করে এর শক্তি ও সম্ভাবনা কাজে লাগাতে চাই।’

ড. ইউনূস বলেন, ‘বাণিজ্য ও বিনিয়োগে অগ্রগতি এবং তরুণদের চলাচলের সুযোগ বাড়ানো জরুরি। বিমসটেক অঞ্চলে আন্তঃ আঞ্চলিক বাণিজ্য মাত্র ৫.৯ শতাংশ। আমরা ২০০৪ সালে সই করা বিমসটেক মুক্তবাণিজ্য চুক্তির বাস্তবায়ন চাই।’

তিনি বলেন, ‘পঞ্চম সম্মেলনে গৃহীত পরিবহন সংযোগবিষয়ক মাস্টার প্ল্যান দ্রুত বাস্তবায়ন জরুরি। বাংলাদেশ এই মাস্টার প্ল্যান বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। গতকাল আমরা বিমসটেক সামুদ্রিক পরিবহন সহযোগিতা স্মারকে সই করেছি, যা ভূমিবেষ্টিত রাষ্ট্র ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা একটি আর্থিক কাঠামো পুনর্গঠনের পক্ষে, যা শুধু সম্পদ বৃদ্ধিই নয়; মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে। উদ্ভাবনী সামাজিক ব্যবসা হতে পারে এর একটি দিক।’

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হলে, এটি পুরো অঞ্চলের জন্য অস্থিতিশীলতা তৈরি করার শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বিমসটেক এ বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। রাখাইন রাজ্যে একটি মানবিক করিডোর স্থাপন করা যেতে পারে, যাতে ক্ষুধা ও গৃহচ্যুতি ঠেকানো যায়।

বিমসটেক সম্মেলনের চেয়ারম্যানশিপ গ্রহণের পর আগামী দু-বছরে সদস্যদেশগুলোকে ঢাকায় স্বাগত জানাতে অপেক্ষায় থাকবেন বলে জানান প্রধান উপদেষ্টা ড. ইউনূস।