কক্সবাজারের কলাতলী ডলফিন মোড়ে তিশা সুপার গোল্ডেন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও একটি সিএনজিকে ধাক্কা দিলে দুজন চালক আহত হয়েছেন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে কক্সবাজারের কলাতলীতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলাতলী ডলফিন মোড়ের ওপর থেকে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং সড়কে থাকা অটোরিকশা ও সিএনজিকে চাপা দেয়।
এ ঘটনায় পুলিশ বাস চালককে আটক করেছে এবং দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করে থানায় নিয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মতামত