খেলাধুলা

শীর্ষে আর্জেন্টিনা, দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ, পিছিয়েছে ভারত

প্রিন্ট
শীর্ষে আর্জেন্টিনা, দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ, পিছিয়েছে ভারত

ছবি : ফাইল ফটো


প্রকাশিত : ৩ এপ্রিল ২০২৫, বিকাল ৩:৫৯

২০২৩ সালের ৬ এপ্রিল আবারও ফিফা র‌্যাঙ্কিংয়ে সবার উপরে উঠেছিল আর্জেন্টিনা। এরপর থেকে আর কখনোই র‌্যাঙ্কিংয়ে পেছায়নি লিওনেল মেসির দল। আর ভারতের সাথে ড্র করে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ।


আজ বৃহস্পতিবার ফিফার প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে সবার উপরেই আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। শীর্ষ দশে আগের বার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে যে দলগুলো ছিল এখনো তারাই আছে। ১৮৮৬.১৬ পয়েন্ট নিয়ে যথারীতি সবার উপরে লিওনেল স্কালোনির দল।

অপরদিকে ফ্রান্সকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছে ইউরো জয়ী স্পেন। তাদের পয়েন্ট এখন ১৮৫৪.৬৪। ১৮৫২.৭১ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে কিলিয়ান এমবাপের দল। চারে ইংল্যান্ড ও ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়ে পাঁচে আছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ড্র করে দুই ধাপ এগিয়ে ১৮৩ তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। অন্যদিকে দুই ধাপ পিছিয়ে ১২৭ এ চলে গেছে ভারত। বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৯০৪.১৬। আর ভারতের পয়েন্ট ১১৩২.০৩।

এবার র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে মিয়ানমার। সাত ধাপ এগিয়েছে তারা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। সে ম্যাচ ভালো করতে পারলে সামনের বার আরও কয়েকধাপ এগোতে পারে হামজা চৌধুরী- জামাল ভূঁইয়ার দল।