সারাদেশ

নরসিংদীর বড় বাজারে ভয়াবহ অগ্নিকান্ড! আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রণে

প্রিন্ট
নরসিংদীর বড় বাজারে ভয়াবহ অগ্নিকান্ড! আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রণে

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ৩ এপ্রিল ২০২৫, দুপুর ১:৫৩

নরসিংদীর বড় বাজারের ডায়মন্ড টেইলার্সে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুরোপুরি ভস্মিভূত হয়ে গেছে দ্বোতালায় অবস্থিত জনপ্রিয় এই টেইলার্সের কাপড়সহ সকল মালামাল।

বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী ও মাধবদীসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে দোকানের অভ্যন্তরে আগুনের সূত্রপাত হয়। কাপড়ের দোকান হওয়ায় মুহুর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার স্টেশন অফিসার নাঈম ইবনে হাসান জানান, খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট যোগদান করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। কাপড়ের দোকান হওয়ায় ক্ষতি বেশি হলেও তার নিরুপন করা যায়নি। অগ্নিকান্ডের কারণ সম্পর্কে পরে বলা যাবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় আনুমানিক প্রায় ৩ থেকে সাড়ে ৩ কোটি টাকার কাপড় পুরোপুরি ভষ্মিভূত হয়েছে যায়।