সারাদেশ

কলমাকান্দায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া ও মোনাজাত

প্রিন্ট
কলমাকান্দায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া ও মোনাজাত

ছবি : ঢাকা ইনসাইটস


প্রকাশিত : ২ এপ্রিল ২০২৫, রাত ১১:৪১

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামালের পিতা,বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনসুর (ফরিদ মিয়া) এর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এসময় কায়সার কামালের মাতা মরহুমা জোবাইদা কামালের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার চত্রংপুর গ্রামের নিজ বাড়িতে বুধবার এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সমাজের সর্বস্তরের নাগরিক অংশগ্রহণ করেন।

দোয়া ও মোনাজাতে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতা কর্মী অংশগ্রহণ করেন।

এ উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষ চত্রংপুরের এই চেয়ারম্যান বাড়িতে এসে উপস্থিত হতে থাকেন। বাদ আসর সকলে কবর জিয়ারত করেন। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। 

সমাজের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ বলেন,মোস্তফা কামাল মনসুর সর্বসাধারণের জন্য নিবেদিত এক মানুষ ছিলেন। জীবদ্দশায় তিনি মানুষের জন্য যা করে গেছেন তা অনুসরণীয় হয়ে থাকবে। তিনি গ্রামের মানুষকে যেভাবে সহযোগিতা করেছেন তা সত্যিই মহৎকর্ম হিসেবে চিরস্মরণীয়। এমন মহৎ মানুষের জীবন ও কর্ম আমাদের পাথেয় হয়ে থাকবে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আজ আমার বাবার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া খায়ের হয়েছে। নেত্রকোণা জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মী সহ আমাদের শুভানুধ্যায়ীরা এসেছেন,সাধারণ মানুষ এসেছেন। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।