শিক্ষাঙ্গন

কক্সবাজারে ঢাবি শিক্ষার্থীদের ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন পাবলিকিয়ান অফ ঈদগাঁও

প্রিন্ট
কক্সবাজারে ঢাবি শিক্ষার্থীদের ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন পাবলিকিয়ান অফ ঈদগাঁও

ছবি : টিম পাবলিকিয়ান অফ ঈদগাঁও


প্রকাশিত : ২ এপ্রিল ২০২৫, রাত ৯:৫৭ আপডেট : ২ এপ্রিল ২০২৫, রাত ১০:০৪

পাবলিক বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিম পালঙ্কি বনাম ঈদগাহ উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দল পাবলিকিয়ান অফ ঈদগাঁও এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২ এপ্রিল) বিকাল ৪.০০ টায় কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির উপদেষ্টা, সাবেক ও বর্তমান সদস্য সহ ক্রীড়া প্রেমী স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এই ম্যাচে দুই দলের শিক্ষার্থীরাই উজ্জীবিত মনোভাব নিয়ে খেলায় অংশ নেন। খেলার শুরু থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকদের মাঝে। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ১-০ গোলে টিম পালঙ্কিকে হারিয়ে জয়লাভ করে টিম পাবলিকিয়ান অফ ঈদগাঁও।

উদ্যোক্তারা জানান, শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ক্রীড়াচর্চা বাড়ানোর লক্ষ্যে এই ম্যাচের আয়োজন করা হয়েছে। ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এমন আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।

এই ম্যাচের মধ্য দিয়ে কক্সবাজারস্থ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আরও দৃঢ় সম্পর্ক হবে বলে মনে করেন আয়োজকরা। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা।