ছবি : সংগৃহীত
ডিএসসিসির প্রকৌশল বিভাগ জানিয়েছে, ৩ লাখ ২২ হাজার ৮০০ বর্গফুট আয়তনের ঈদগাহ মাঠ প্রস্তুতে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা। মেসার্স আবুল হক অ্যান্ড সন্স নামের একটি প্রতিষ্ঠানকে মাঠ প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছিল।
প্রতিষ্ঠানটির প্রতিনিধি এনামুল হক জানান, এবার গরমের তীব্রতা বিবেচনায় ঈদগাহ মাঠে ১ হাজার ১০০-এর বেশি ফ্যান স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৯০০টি সিলিং ফ্যান। ঈদগাহ মাঠ প্রস্তুতের কাজ পঞ্চম রমজান থেকে শুরু হয়ে ২৩ দিনে সম্পন্ন হয়েছে। এতে প্রতিদিন শতাধিক কর্মী কাজ করেছেন।
ডিএসসিসির কর্মকর্তারা জানান, ঈদের নামাজ নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা, শামিয়ানা, পানির ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
মতামত