ছবি : সংগৃহীত
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
আহতের স্বজনরা জানান, মো. শাহ আলম মোল্লা মানিকছড়ি উপজেলার বিএনপির সহ-সভাপতি। তার সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার বাসিন্দা ফারুক দীর্ঘদিন জেলে খেটেছেন। জামিনে বের হয়েই হত্যার উদ্দেশে তিনি শাহ আলম মোল্লার উপর হামলা চালিয়েছেন।
মানিকছড়ি হাসপাতালের চিকিৎসক ডা. আবরার মাহমুদ ও ডা. মহি উদ্দিন জানান, মানিকছড়ি উপজেলা বিএনপি সহ-সভাপতি শাহ আলমের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল পাঠানো হয়েছে।
এ বিষয়ে ওসি মাহমুদুল হাসান জানান, একই এলাকায় বাসিন্দা দুই ভাই মো. কামরুল ও ফারুকের সঙ্গে শাহ আলমের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ বিরোধের মামলায় ফারুক দীর্ঘদিন জেলে ছিলেন। গত বৃহস্পতিবার (২৭ মার্চ) ফারুক জামিনে জেল থেকে বের হয়েছেন। জামিনে বের হয়েই দুই ভাই মিলে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতের স্বজন ও বিএনপিকর্মীরা তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মতামত