ছবি : ঢাকা ইনসাইটস
নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি\'র দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ও দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা,ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুর্গাপুর পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এই আয়োজনে বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের জমায়েতে শহীদ মিনার প্রাঙ্গণে এক মিলনমেলা তৈরি হয়। অনেক বছর পর বড় পরিসরে আয়োজিত বিএনপির এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নেতা কর্মীরা একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় করেন।
এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেন,স্বৈরাচার পতনের পর মুক্ত পরিবেশে সবাইকে নিয়ে এই ইফতার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পবিত্র রমজান মাসে আমাদের কোন ইফতার মাহফিলের আয়োজন করতে দেয়া হয়নি। এই ইফতার ও দোয়া মাহফিল থেকে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সার্বিক সুস্থতা কামনা করি। তিনি আমাদের মধ্যে ফিরে এসে আবারো দলকে সুন্দরভাবে এগিয়ে নেবেন এবং দলীয় রাজনীতি আরো চাঙ্গা করবেন এই প্রত্যাশা। আমরা দেশ ও সমাজের মঙ্গলে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবো।
এই আয়োজনে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ,সকল ইউনিয়নের নেতৃবৃন্দ, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিকদল সহ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ।
মতামত