ছবি : ঢাকা ইনসাইটস
‘একটি উদ্যোগ,একটু চেষ্টা,এনে দিবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’ এই স্লোগান সামনে রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এই কর্মসূচির ধারাবাহিকতায় নেত্রকোণার দুর্গাপুরে শনিবার (২৯ মার্চ) দুপুরে পৌর শহরের শহীদ মিনার চত্ত্বরে দুর্গাপুরের চার শহীদ - মাসুম বিল্লাহ,ওমর ফারুক,সাইফুল ইসলাম সেকুল ও জাকির হোসেন এর পরিবারে ঈদ উপহার প্রদান করা হয়েছে। উপহারসামগ্রীর পাশাপাশি তারেক রহমানের পাঠানো বিশেষ বার্তা শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।
তারেক রহমান তার বার্তায় শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের ত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। আমাদের এ ক্ষুদ্র উপহার ভালোবাসার নিদর্শন। জাতি আপনাদের পাশে ছিল, আছে,থাকবে।
শহীদদের পরিবারের মধ্যে এই ঈদ উপহার প্রদানকালে বিএনপি নেতৃবৃন্দ বলেন,জেডআরএফ’র প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায় এ কার্যক্রম সারাদেশে একযোগে চলছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে জেডআরএফের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হচ্ছে। ‘একটি উদ্যোগ,একটু চেষ্টা, এনে দিবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’ এই স্লোগান ধারণ করে আমাদের জনসেবামূলক কাজ চলমান থাকবে।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সোহেল,নেত্রকোণা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক বজলুর রহমান পাঠান,স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুলাইমান হাসান রুবেল,এডভোকেট মুন্না,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া,সদস্য সচিব আব্দুল আউয়াল,সিনিয়র যুগ্ন আহ্বায়ক এম. রফিকুল ইসলাম,যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার,পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ,সদস্য সচিব হারেজ গণি,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মির্জা নজরুল, ছাত্রদলের সদস্য সচিব আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতামত